আজকের শিরোনাম :

ঝালকাঠিতে সুবর্ণার খুনীদের বিচারের দাবিতে বিএমএসএফ’র মানববন্ধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০১৮, ১৯:৪৭

ঝালকাঠিতে পাবনার নারী সাংবাদিক সুবর্ণা আক্তার নদীকে নৃশংসভাবে হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  আজ বৃহস্পতিবার (৩০ আগস্ট) দুপুর ১২টায় ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ঝালকাঠি জেলা কমিটির সাবেক সভাপতি মো: আজমির হোসেন তালুকদার।

কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, সাবেক জেলা সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু’র সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশ ও মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বিএমএসএফ’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহম্মেদ আবু জাফর, প্রধান বক্তা ছিলেন প্রবীণ সাংবাদিক জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ও জাসদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা দুলাল সাহা, বিশেষ অতিথি ছিলেন বিএমএসএফ সাংগঠনিক সম্পাদক এসএম রেজাউল করিম, মাইনুল হোসেন মৃধা।

সমাবেশে বক্তব্য রাখেন, বিএমএসএফ ঝালকাঠি জেলা কমিটির অন্যতম সদস্য সাংবাদিক শফিউল আজম টুটুল, সাংবাদিক মোঃ আতিকুর রহমান, শিক্ষানবীশ আইনজীবি, সাংবাদিক মোঃ শামীম হোসেন জয়, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ বাবুল মিনা, রাজাপুর উপজেলা সভাপতি আহসান কবির সোহাগ, সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলামসহ বিএমএসএফ’র নেতৃবৃন্দ।

সভায় নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতা পরবর্তী প্রায় ৩৯ জন সাংবাদিক বিভিন্ন সময়ে খুন ও কয়েকশত সাংবাদিক হামলা-নির্যাতনে পঙ্গুত্ববরণ করলেও অধিকাংশ ঘটনার বিচার হয়নি।  এ সময়কালে প্রতিটি সরকারই নিজেদের গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী ও সাংবাদিক বান্ধব বলে দাবি করলে সাংবাদিক খুন-জখম ঘটনার বিচারে দীর্ঘসূত্রীতার কারনে এক ধরনের বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছে।

বক্তারা অবিলম্বে সাংবাদিক সুবর্ণাসহ সকল সাংবাদিক হত্যা-নির্যাতনের বিচার ও সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগি আইন প্রণয়নের দাবি জানিয়েছে।  সমাবেশ থেকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহম্মেদ আবু জাফর ‘আগামি ২ সেপ্টেম্বর রবিবার সকাল ১১টা থেকে ১২টা একঘন্টা দেশব্যাপী প্রতীকী কলম বিরতি কর্মসূচী ঘোষণা করেন’।

এবিএন/আজমীর হোসেন তালুকদার/জসিম/রাজ্জাক

 

এই বিভাগের আরো সংবাদ