আজকের শিরোনাম :

শেখ হাসিনার অগ্রণী ভূমিকায় দেশ আজ উন্নয়নের শিখরে : এম.পি স্মৃতি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২১, ১৭:৫১

গাইবান্ধা -৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাধানর সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি বলেছেন,বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে জননেত্রী কৃষকরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে দেশ আজ উন্নয়নের শিখরে পৌঁছছে। বাংলাদেশ কে বিশ্ব দরবারে মর্যাদাশীল ও উন্নত রাষ্ট্রে পরিনত করার লক্ষে আওয়ামীলীগ সরকার জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় আগামী ২০৩১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ থেকে ২০৪১ সালে বাংলাদেশ কে একটি স্বয়ং সম্পন্ন উন্নত রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাড়াতে সক্ষম হবে। দেশ ও জাতির কল্যাণে এ সরকার নিরলস ভাবে কাজ করছে। ফলে সরকারের ভাবমূর্তি আজ সর্বত্রই উজ্জ্বল হয়েছে।  

গতকাল শুক্রবার সকাল ১১টায় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার সিআরএমআইডিপি প্রকল্পের আওতায় ও উপজেলা এলজিইডির বাস্তবায়নে নলডাঙ্গা কাচারী বাজার বহুতল ভবন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, সাদুল্লাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খান বিপ্লব,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রভাষক আব্দুল জলিল, যুগ্ম সাধারন সম্পাদক এসটিএম রুহুল আমিন, সংসদ সদস্যের সাদুল্লাপুর উপজেলা প্রতিনিধি এ্যাডঃ আনোয়ারুল আজিম,নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ইসমাইল হোসেন,

নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহরিয়ার ইসলাম রাসেল ও সাংবাদিক ইমরুল কাওসার ইমন। এরপর তিনি কাচারীবাজার সংলগ্ন  সাংবাদিক ইমরুল কাওসার ইমনের হামিদা ডাক হাঁস খামার পরিদরর্শন করেন। সবশেষে তিনি  নলডাঙ্গা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ের ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন।


এবিএন/শহিদুল ইসলাম শাহিন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ