আজকের শিরোনাম :

সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে বন ও পরিবেশ সচিবের মতবিনিময় সভা অনু্ষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২১, ১৫:৫৭

সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহনে এক মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০ টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আয়োজনে এ মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের সচিব জিয়াউল হাসান এনডিসি। সভায় সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব ( প্রশাসন ) ড. মো. আশফাকুল ইসলাম বাবুল।

বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, শ্রীমঙ্গলের এসি ল্যাণ্ড মো. নেছার উদ্দিন, পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক মো. এমরান হোসেন, সিলেট বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সাজ্জাদুর রহমান, পরিবেশ অধিদপ্তরের মৌলভীবাজারের সহকারি পরিচালক মো. বদরুল হুদা প্রমুখ।

সভায় অংশীজনের মধ্যে বক্তব্য রাখেন সিলেট খাদিম সিরামিকসের সহকারি জেনারেল ম্যানেজার মো. শহিদুর রহমান, শ্রীমঙ্গলের জাগছড়া টি এস্টেটের ম্যানেজার মো. নুরনবী, শেভরন বাংলাদেশের ডেপুটি ম্যানেজার এমএইচজে ফেরদৌস, কাজী ফার্মসের সিনিয়র ম্যানেজার কাজী রবিউল ইসলাম প্রমুখ।

মতবিনিময় সভায় শেভরন গ্যাস কোম্পানি, খাদিম সিরামিকস, কাজী ফার্মস, স্কয়ার গ্রুপ, প্রাণ গ্রুপ, চা- বাগান, বন বিভাগ, গ্র্যাণ্ড সুলতান টি রিসোর্ট এণ্ড গলফ, কাঠ ব্যবসায়ী,  করাত কলের মালিক, মহালদার, ফার্নিচার ব্যবসায়ী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ অর্ধ-শতাধিক ব্যক্তি উপস্হিত ছিলেন।

এবিএন/আতাউর রহমান কাজল/জসিম/জুয়েল

এই বিভাগের আরো সংবাদ