আজকের শিরোনাম :

ডিমলায় কৃষি ঋণ বিষয়ে গনশুনানী অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২১, ১৮:০২

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)  অক্সফাম এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর আর্থিক সহায়তায় “গণতান্ত্রিক সুশাসন জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ শীর্ষক প্রকল্পের আওতায় স্থানীয় পর্যায়ে কৃষিতে আর্থিক সেবা প্রদানকারী ও গ্রহনকারী সমন্বয়ে কৃষি ঋণ বিষয়ে গনশুনানী আজ ৪ মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ডিমলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।  পল্লীশ্রী রি-কল প্রকল্পের সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে ছিলেন-ইউএনও জয়শ্রী রানী রায়।

বিশেষ অতিথি- উপজেলা ভাইস চেয়ারম্যান নীরেন্দ্র নাথ রায়, কৃষি কর্মকর্তা কৃষিদিব সেকেন্দার আলী, ওসি সিরাজুল ইসলাম, খগা খড়িবাড়ী ইউ.পি চেয়ারম্যান রবিউল ইসলাম (লিথন)। অন্যান্যদের মধ্যে ছিলেন- এসডিজি অর্জনের জেলা নেটওয়ার্ক নীলফামারীর সভাপতি নাসিমা বেগম, সাধারন সম্পাদক-মিজানুর রহমান লিটু, মোঃ নুর আলম, উপদেষ্টা-সরওয়ার আলম মানিক, টিম কমিউনিটি ভলান্টিয়া সামসুদ্দিন, ফিল্ড ফ্যাসিলেটর দবিরুল ইসলাম, গোলাম মোস্তফা, তাহমিনা আক্তার, সদস্য- শাহানাজ বেগম সহ তিন ইউ.পির সিবিও নেতা ৫০জন সহ উপজেলা সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও ৩টি ইউ.পির সদস্য/সদস্যা এবং স্থানীয় সাবাদিকবৃন্দ। আলোচনা শেষে সিবিও নেতাদের সাথে কৃষি ঋণ বিষয়ে বিভিন্ন দপ্তরের প্রধানদের সাথে মতবিনিময় করা হয়।  

এবিএন/বাদশা সেকেন্দার/জসিম/জুয়েল

এই বিভাগের আরো সংবাদ