আজকের শিরোনাম :

ময়মনসিংহে সড়ক বিভাগের গণশুনানি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২১, ১৭:৫৯

সড়ক নিরাপত্তা, সড়ক নেটওর্য়াক তৈরী, সড়ক মেরামত ও রক্ষনাবেক্ষন, দূর্ঘটনা হ্রাস, অনিয়ম প্রতিরোধে আইনী পদক্ষেপ গ্রহণ ইত্যাদি বিষয়ে আজ বৃহস্পতিবার (৪মার্চ) দুপুরে নগরীর খাগডহরে সওজ বৃহত্তর ময়মনসিংহের ছয় জেলার সমন্বয়ে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের উন্নত সড়ক নেওয়ার্ক গড়ে তোলার জন্য সড়ক বিভাগকে দায়িত্ব দিয়েছেন। এর ধারাবাহিকতায় সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) ময়মনসিংহ জোনের অধীন বৃহত্তর ময়মনসিংহের ছয় জেলার উন্নত সড়ক ব্যবস্থা গড়ে তোলতে আন্তরিকতার সাথে কাজ করছে বলে জানিয়েছেন সওজ ময়মনসিংহ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান।

এতে আরো বক্তব্য রাখেন সওজ ময়মনসিংহ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ.কে.এম আজাদ রহমান ও সওজ জামালপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী যথাক্রমে মোঃ ওয়াহিদুজ্জামান (ময়মনসিংহ), রিতেশ বড়ুয়া (কিশোরগঞ্জ), মোঃ অলিউল হোসেন (টাঙ্গাইল),  কেবিএম সাদ্দাম হোসেন (জামালপুর), খন্দকার মোঃ শরীফুল আলম (শেরপুর) ও হামিদুল ইসলাম (নেত্রকোণা)।

বিভিন্ন বিষয় সম্পর্কে প্রশ্ন করেন সাংবাদিক এএইচএম মোতালেব, মোঃ নজরুল ইসলাম, মতিউল আলম , নজীব আশরাফ, জগলুল পাশা রুশো, রুহুল আমীন খান, ফখরুল আকন্দ প্রমূখ।
 

এবিএন/মঈন উদ্দিন রায়হান/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ