আজকের শিরোনাম :

বিরলে পুকুরে বিষ প্রয়োগে দেড় লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২১, ২০:১৬

দিনাজপুরের বিরলে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ উঠেছে। ঘটনায় দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভূক্তভোগী। থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। থানা পুলিশ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে ক্ষতিগ্রস্থদের আশ্বস্ত করেছে।

উপজেলার শহরগ্রাম ইউপি’র পাঁচশালা গ্রামের মৃত খোরশেদ আলীর পুত্র আমজাদ আলী জানান, পৈত্রিক সূত্রে প্রাপ্ত  পুকুরে দীর্ঘদিন যাবৎ মাছ চাষ করে আসছে সে। চলতি মৌসুমে বিভিন্ন প্রজাতির মাছের চাষ করে পরিচর্যা করে আসা হচ্ছে। গতকাল ২ মার্চ মঙ্গলবার রাত ৮ টায় অন্যান্য দিনের মত বিশ্রামে নিজ বাড়ীতে ঘুমাতে যান তিনি। পরদিন ৩ মার্চ বুধবার সকাল ৭টায় ঘুম থেকে জেগে পূণরায় পুকুর পাড়ে গিয়ে দেখেন পুকুরের চাষকৃত মাছগুলি ভেসে বেড়াচ্ছে এবং অনেক মাছ মারা গেছে। আশপাশের লোকজনসহ আরিফুল ইসলাম, সম্ভু, রফিকুল ও শরিফুলসহ অনেকে এসে দেখেন পুকুরে অসংখ্য মাছ মরে ভেসে আছে। এতে প্রায় দেড় লাখ টাকার মাছ নষ্ট হয়ে ক্ষতি হয়েছে বলে আমজাদ আলী ধারণা করেন। ঘটনায় আমজাদ আলী কে বা কাহারা পুকুরে বিষ প্রয়োগে মাছ নষ্ট করে আর্থিক ক্ষতিসাধনের সন্দেহ প্রকাশ করেছেন। ঘটনায় আমজাদ আলী বাদী হয়ে বিরল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে আশ্বস্ত করেছে।

এবিএন/সুবল রায়/জসিম/জুয়েল

এই বিভাগের আরো সংবাদ