আজকের শিরোনাম :

পার্বত্য অঞ্চলে টাকার জন্য শিক্ষার্থীদের লেখাপড়া বন্ধ হবে না : পার্বত্য বিষয়ক মন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২১, ১৬:০৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন বর্তমান সরকার শিক্ষকদের জন্য যা যা করছে একমাত্র শিক্ষার্থীদের জন্য। শিক্ষকদের উচিত ছাত্র-ছাত্রীদের মানুষের মত মানুষ হিসেবে গড়ে তোলা। 

আজ সোমবার (২৯ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান সরকারি কলেজের শিক্ষকদের জন্য একটি আধুনিক বাস হস্তান্তর অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী এসব কথা বলেন। পার্বত্য মন্ত্রী আরো বলেন, পার্বত্য অঞ্চলের কোন শিক্ষার্থীদের টাকার জন্য লেখাপড়া বন্ধ হবে না। পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষা প্রসারে যা যা করার তা করতে আমি প্রস্তুত আছি।

বাস হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মকসুদুল আমিন, প্রফেসর মো. নুরুল মোমেন, জয়প্রকাশ মো. জাহাঙ্গীর, মোহাম্মদ শরীফ, মো. এনামুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।

এবিএন/মোহাম্মদ আব্দুর রহিম/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ