আজকের শিরোনাম :

গোবিন্দগঞ্জে বিপ্লবের অর্থ আত্মসাতের অভিযোগে খামারিদের মানববন্ধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৬:২১

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রানী সম্পদ অফিসার ডাঃ বিপ্লব কুমার দে এর অসাদাচারণ ও সরকারী প্রনোদনার টাকা আত্মসাত ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন।

উপজেলাগেট সংলগ্ন বিশ্বরোডে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন,বাসদ কেন্দ্রীয় সদস্য ও গোবিন্দগঞ্জ উপজেলা সভাপতি কমরেড রফিকুল ইসলাম রফিক,সাংবাদিক ও নাগরিক কমিটির যুগ্ন আহব্বায়ক মোয়াজ্জম হোসেন,সাংবাদিক নুর আলম,খামারি, ইমদাদুল হক,লাল মিয়া,ওয়েদুল,জুয়েল,রেজাউল করিম,সামাউন,সজিব মিয়া সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

মানববন্ধে বক্তাগন বলেন,সরকার করোনা কালীন ক্ষতিগ্রস্থ কৃষক ও খামারীদের প্রনোদনা দেওয়ার নামে উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ বিপ্লব কুমার ক্ষতিগ্রস্থদের নাম অর্ন্তভুক্ত না করে টাকার বিনিময়ে তাহার মনমত ও স্বচছল কৃষক ও স্বচ্ছল খামারীদের নামের তালিকা প্রেরন করেন এবং ক্ষতিগ্রস্থ ব্যক্তিরা জানেই না কিন্তু মাষ্টার রোলে স্বাক্ষর নিয়ে প্রনোদনার টাকা আতœসাৎ করেছেন।এমন কি কোন পরার্মশ নিতে গিয়ে অনেক কৃষক হয়রানির শ্বিকার সহ তাদের সাথে খারাপ আচরন করার অভিযোগ রয়েছে।মানববন্ধন শেষে মিছিল সহকারে খামারিরা একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী বরাবরের প্রদান করেন।

এবিএন/ তাজুল ইসলাম প্রধান/জসিম/জুয়েল

এই বিভাগের আরো সংবাদ