আজকের শিরোনাম :

মদনে নিখোঁজ জালালের মৃতদেহ উদ্ধার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০১৮, ১৭:২৫

নিখোঁজের এক দিন পর আজ বুধবার সকাল ১১টায় বরযাত্রী জালালের মৃতদেহ উদ্ধার করে স্বজন ও এলাকাবাসী। উপজেলার  কাইকুড়িয়া গ্রামের সামনের তলার হাওর থেকে  তার মৃতদেহ উদ্ধার করা হয়। সে বাস্তা গ্রামের মৃত জবান আলীর ছেলে।   

এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১ টায়, ৫০-৬০জন বরযাত্রী নিয়ে তিয়শ্রী বাস্তা গ্রাম থেকে মোহনগঞ্জ উপজেলার বরান্তর গ্রামের উদ্দেশে রওনা হয়ে কাইকুড়িয়া গ্রামের সামনে তলার হাওরে পৌঁছলে বিদ্যুতের ছেঁড়া তারে ট্রলারটি জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে যায় এতে ঘটনাস্থলেই ১জন নিহত ও বরসহ ২০জন আহত  হলে জালাল উদ্দিন পানিতে পড়ে গেলে নিখোঁজ হয়ে যায়।

গতকাল মঙ্গলবার ও  আজ বুধবার খোঁজা খুঁিজরপর বুধবার সকালে জালালের মৃতদেহ কাইকুড়িয়ার সামনে থেকে স্বজন ও  এলাকাবাসী তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। ওই দিন বিকালে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তার লাশ দাফন করা হয়।

তদন্তকারী কর্মকর্তা মো. মমতাজ হোসেন জানান, নিখোঁজ জালালের লাশ বুধবারে উদ্ধার করা হয়েছে। পরিবারের লোকজন চাইলে লাশ ময়না তদন্ত করা হবে,তবে এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হবে।

 

এবিএন/তোফাজ্জল হোসেন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ