আজকের শিরোনাম :

নাটোরে চিনিকলের ডিজেল দোকানে বিক্রি করায় আটক ৩

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১০:১৬

নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের আখবাহী এক ট্রাক্টর থেকে ২১৫ লিটার ডিজেল পাইপের মাধ্যমে বিক্রি করা হচ্ছিলো এক দোকানে। এমন সময় র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। জব্দ করা হয় ছয়টি জারকিন থেকে ২১৫ লিটার ডিজেল।

এস ময় আটক করা হয় ওই ট্রাক্টরের চালক, হেলপার ও ক্রেতা দোকানিকে। জিজ্ঞাসাবাদে ওই ক্রেতা-বিক্রেতারা জানায়, দীর্ঘদিন থেকেই তারা এমন কাজ চালিয়ে আসছিল।

নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি মাসুদ রানা বৃহস্পতিবার মধ্যরাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

এএসপি মাসুদ রানা জানান, লালপুর উপজেলার দূর্গাপুর আখ সেন্টারের পাশে রাজাপুর-গোপালপুর পাকা রাস্তার বামে এক মুদি দোকানের সামনে ট্রাক্টর থামিয়ে পাইপের মাধ্যমে ওই তেল বিক্রি হচ্ছিলো। বৃহস্পতিবার সন্ধ্যার কিছু আগে এই ঘটনা ঘটে। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে ওই তেল জব্দ করা হয়। এ সময় ওই তিনজনকে আটক করা হয়। তারা দীর্ঘদিন থেকেই সরকারি সম্পদ ওই ডিজেল কেনাবেচার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে।

এবিএন/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ