আজকের শিরোনাম :

তিতাসে নৌকাবাইচ প্রতিযোগিতা ১লা সেপ্টেম্বর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০১৮, ১৫:১২

গ্রাম-বাংলার ঐতিহ্য নৌকাবাইচ আর ঐতিহ্যকে ত্বরান্বিত করতে জেলা প্রশাসনের আয়োজনে প্রতিবছরের ন্যায় এবছরও ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা -২০১৮ আগামি ১ লা সেপ্টেম্বর দুপুর ২টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তিতাসের বুকে দুপুর ২টা থেকে এ নৌকাবাইচ প্রতিযোগিতা  শহরের শিমরাইল কান্দি শ্মশানঘাট থেকে শুরু হয়ে মেড্ডা কালাগাজী মাজার সংলগ্ন শেষ হবে।
 
এ নৌকাবাইচকে ঘিরে ইতিমধ্যেই জেলা শহর সহ বিভিন্ন স্থানে আনন্দ বিরাজ করছে।   আকর্ষণীয় এ নৌকাবাইচ প্রতিযোগিতা দেখার জন্য তিতাসের উভয় পাড়ে হাজার হাজার দর্শনার্থীর জমায়ত হয়।  

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়িয়া-৩(সদর- বিজয়নগর ) আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোক্তাদিা চৌধুরী এমপি।

জেলা প্রশাসক মো. রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্য উপস্থিত থাকবেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফজিলাতুন্নেছা বাপ্পি এমপি, পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান, বাংলাদেশ গ্যাসফিল্ড কোম্পানির লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. তৌফিকুর রহমান তপু, পৌর মেয়র মিসেস নায়ার কবীর, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ

এবিএন/ এস এম জহিরুল আলম চৌধরী টিপু/জসিম/নির্ঝর

এই বিভাগের আরো সংবাদ