ফরিদপুরে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচির জরিপের শুভ উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৩৮

"এসা সবাই লিখি পড়ি, আলোকিত জীবন গড়ি"- এই শ্লোগানকে সামনে রেখে "আউট অব স্কুল চিলল্ড্রেন এডুকেশন কর্মসূচি"র আওতায় ফরিদপুর জেলার বাস্তবায়নাধীন লীড এনজিও আইএসএ "এসো জাতি গড়ি (এজাগ)" এর উদ্যোগে ফরিদপুর পৌরসভা ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ফরিদপুর এর সহযোগিতায়, পৌরসভা পর্যায়ে জরিপকারীদের মাঝে ওরিয়েন্টেশন কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর পৌরসভার হল রুমে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। প্রোগ্রামে সভাপতিত্ব করেন এজাগের নির্বাহী পরিচালক নাজমা আক্তার।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্সূচির শুভ উদ্বোধন করেন ফরিদপুর পৌরসভার প্যানেল মেয়র মো. মনিরুল ইসলাম।

অষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ফরিদপুরের সহকারী পরিচালক নীলুফার চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র-২ মতিউর রহমান শামীম, পৌরসভার প্যানেল মেয়র মহিলা আফরোজা আক্তার টুটু, সৈয়দ আলাউল হোসেন তনু, মিজানুর রহমান মিনানসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের সংশ্লিষ্ট কাউন্সিলরগণ, জরিপকারী ও এজাগের উপব্যবস্থাপক পরিবীক্ষণ, রওনক ফারিয়া, জেলা প্রোগ্রাম ম্যানেজার, সাইফুল ইসলাম প্রমুখ।


এবিএন/কে এম রুবেল/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ