আজকের শিরোনাম :

কেশবপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০১৮, ১১:০৮

যশোরের কেশবপুরে সমাজ কল্যাণ সংস্থা পল্লীর আলো-এর আয়োজনে কাটিাখালি মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে গতকাল মঙ্গলবার (২৮ আগস্ট) দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, চারা গাছ  ও ফুটবল বিতরণ  করা হয়েছে।

অবসরপ্রাপ্ত শিক্ষক বারীন্দ্রনাথ মন্ডলের সভাপতিত্বে ও মিহির কান্তি মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উক্ত সামগ্রী বিতরণ  করেন উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও কাটিাখালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার ব্রম্ম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক মানবেন্দ্র বিশ্বাস, পল্লীর আলোর সভাপতি পলাশ কান্তি রায়, সাধারণ সম্পাদক উত্তম কুমার বিশ্বাস, কোষাধ্যক্ষ সুকুমার মন্ডল প্রমুখ।

অনুষ্ঠানে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধ, গাছ লাগান পরিবেশ বাঁচান ও শিক্ষাই জাতির মেরুদন্ড বিষয়ে আলোচনা করা হয়। 

এবিএন/এস আর সাঈদ/জসিম/নির্ঝর

এই বিভাগের আরো সংবাদ