আজকের শিরোনাম :

জলঢাকায় বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে ভাষা শহীদদের স্বরণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৫৬

মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় ফুলে ভরে যায় নীলফামারীর জলঢাকায় দেশের দ্বিতীয় বৃহত্তম শহীদ মিনারেরে।  মহান ভাষা শহীদদের স্মরণে উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক, সরকারী বে সরকারী, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠনের উদ্দ্যোগে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালিত হয়। 

কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় ও সংগঠনের পতাকা অর্ধনিমিত করে উত্তোলন, কালো পতাকা উত্তোলন,কালো ব্যাজ ধারন,শোক মিছিল,শহীদ মিনারে পুস্প মাল্য অর্পন,আলোচনা  সভা,দোয়া মাহফিল সহজ বিভিন্ন কর্মসূচী। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে জলঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা  নির্বাহী অফিসার মাহবুব হাসান, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, মেয়র ইলিয়াস হোসেন বাবলু, জলঢাকা প্রেস ক্লাব, থানা ও পৌর আওয়ামী  লীগ, যুব লীগ, ছাত্র লীগ জাসদ,জাতীয় পার্টি, জাতীয়তাবাদী দল বি এন পি, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য কমপ্লেক্স,স্কাউট, সন্তান কমান্ড  সহ বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্টান,  সরকারী বলে সরকারী প্রতিষ্ঠান পুস্প মাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করেন শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে।

রাত ১২টা ১ মিনিট বাজার  আগে হাজারো মানুষ আরোহন শহীদ মিনারে। সকালে উপজেলা পরিষদ  হলরুমে উপজেলা  প্রশাসন আয়োজিত আলোচনা সভায় বক্তারা প্রধান মন্ত্রী  শেখ হাসিনার হাত কে শক্তিশালী করে দুর্নীতি, মাদক, অন্যায়-অপশক্তির বিরুদ্ধে জেগে ওঠার আহ্বান জানিয়ে বলেন, একুশের চেতনাকে সমুন্নত রেখে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে লালনের মধ্য দিয়ে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সুখি-সমৃদ্ধশালী দেশ গড়ার বাসনা জাগ্রত করতে হবে শেখ হাসিনার নেতৃত্বে । স্বাধীনতা বিরোধী ও অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বক্তারা আরো বলেন আমাদের প্রাণের মাতৃভাষা ‘বাংলা’কে সর্বস্তরে ছড়িয়ে দিয়ে নৈরাজ্য-নাশকতার বিরুদ্ধে মুক্তিকামী মানুষ ঐক্যের বন্ধনে, সন্ত্রাস-দুর্নীতির বিরুদ্ধে জেগে ওঠার আহবান জানান।

উপজেলা পরিষদ হলরুমে প্রশাসন আয়োজিত আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান এ-র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার ভুমি সিফাত মোঃ ইশতিয়াক ভুইয়া,উপজেলা  ভাইস চেয়ারম্যান গোলাম আজম এলিচ, মনোয়ারা বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল ভৌমিক সহ বিভিন্ন কর্মকর্তারা প্রমুখ। সকালের প্রভাত ফেরীতে বিভিন্ন  সংগঠন শোক মিছিল  সহ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

এবিএন/হাসানুজ্জামান সিদ্দিকী হাসান/জসিম/জুয়েল

এই বিভাগের আরো সংবাদ