আজকের শিরোনাম :

চাঁপাইনবাবগঞ্জে জেএমবির ৪ সদস্য গ্রেফতার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০১৮, ১৩:৫১

চাঁপাইনবাবগঞ্জে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) ৪ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। 

সোমবার রাতে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের দক্ষিণ শহর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এ সময় গুলিসহ আগ্নেয়াস্ত্র, উগ্রবাদী বই এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শংকর মাইদা ত্রীমোহনী এলাকার রুস্তম আলীর ছেলে আব্দুল কাদের (৩০), শিবনগর এলাকার আক্তারুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম (৩০), বালুচর এলাকার কুবেদ আলী মণ্ডলের ছেলে আব্দুর রহমান (৩৯) ও গোমস্তাপুর উপজেলার চৌডালা ফেরিঘাট এলাকার সাইফুদ্দিন মণ্ডলের ছেলে আকতারুল ইসলাম (৪৬)।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১১টার দিকে র‌্যাবের একটি দল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দক্ষিণ শহর এলাকায় অভিযান চালায়। এ সময় একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, ৪০০ গ্রাম গান পাউডার, বোমা তৈরির সরঞ্জাম ও কয়েকটি উগ্রবাদী বইসহ জেএমবির ৪ সক্রিয় সদস্য কাদের, আমিনুল, রহমান ও আকতারুলকে গ্রেফতার করে র‌্যাব।

জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জঙ্গি সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে র‌্যাব। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়েছে বলে র‌্যাব জানায়।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ