আজকের শিরোনাম :

সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে ভূট্টাক্ষেতের গাছ কর্তন করেছে প্রতিপক্ষরা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৬:০৫

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নে তালুক সর্বানন্দ প্রামানিক পাড়ায় জমি নিয়ে বিরোধে ভূট্টাক্ষেতের গাছ কর্তর করেছে প্রতিপক্ষ।

জানাগেছে ওই গ্রামের মৃত নাদের আলীর ছেলে ইয়াকুব আলীর ক্রয়কৃত ৫০ শতক জমি নিয়ে দীর্ঘদিন থেকে প্রতিবেশী মৃত শমসের আলীর ছেলে রমিচ উদ্দিনের বিরোধ চলে আসছিল। সম্প্রতি রমিচ উদ্দিন ওই জমির মধ্যে ১৫ শতক জমির মালিকানা দাবি করায় বিরোধ তুঙ্গে ওঠে।

এরই জের ধরে গতকাল বুধবার রাতে রমিচ উদ্দিন, রজ্জব আলী, শহিদ মিয়াসহ একদল দাঙ্গাবাজ ওই জমিতে ইয়াকুব আলীর লাগানো ভূট্টাক্ষেতের ০৬ শতক জমির ভূট্টারগাছ কর্তন করে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। এব্যাপারে ইয়াকুব আলী গতকাল বৃহস্পতিবার বাদি হয়ে রমিচ উদ্দিনসহ ৮ জনকে আসামী করে সুন্দরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। সুন্দরগঞ্জ থানা পূলিশের এএসাআই আকতার ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

এনিয়ে সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান’র সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


এবিএন/রেদওয়ানুর রহমান/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ