আজকের শিরোনাম :

বোয়ালখালীতে সাপের ডিম ও জ্যান্ত সাপ উদ্ধার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০১৮, ১৯:৩৭ | আপডেট : ২৭ আগস্ট ২০১৮, ১৯:৪৩

বোয়ালখালীতে পৃথক দুই ঘর থেকে সাপের ৪৩টি ডিম পাওয়া গেছে। একই সাথে দুইটি জ্যান্ত বিষধর গোখরা ধরেছে স্থানীয়রা।

আজ সোমবার (২৭ আগস্ট) উপজেলার মধ্যম শাকপুরা লালচাঁদ বাড়ির সাংবাদিক অধীর বড়ুয়ার পাকা ঘরের সিঁড়ি থেকে ১৮টি ও পৌরসভার ৩নং ওয়ার্ডের আমিন ডাক্তার বাড়ির প্রবাসী ফয়েজ আহমদের নির্মাণাধীন ঘর ২৫টি এবং দুইটি জ্যান্ত সাপ ধরে স্থানীয়রা। 

মধ্যম শাকপুরার অধীর বড়ুয়া জানান, সোমবার সকাল থেকে সিঁড়িতে ইটের গাঁথুনির কাজ করছিল রাজমিস্ত্রী ও তার সহযোগীরা। সকাল ১১টার দিকে সিঁড়ির মাঝে জমিয়ে রাখা পুরোনো ইটের সারি থেকে ফোঁস ফোঁস করে ফণা তুলে গোখড়া সাপ। তারা ভয় পেয়ে সাপটিকে লাটি দিয়ে মেরে ফেলেছে। পরে ইট সরিয়ে তাতে ১৮টি ডিম পাওয়া যায়। 

পৌরসভার ৩নং ওয়ার্ডের প্রবাসী ফয়েজ আহমদের চাচাতো ভাই মো. ইউছুপ মাষ্টার জানান, সকালে নির্মাণাধীন ভবনের কাজ করতে রাজমিস্ত্রীরা ঘরে ঢুকে সাপ দেখতে পান। তাদের শৌর চিৎকারের এলাকাবাসী ভীড় জমায়। পরে নাছের নামের একজন সাপুরেকে ডেকে এনে দুইটি গোখরা সাপ ধরা হয়। এসময় ওই ঘরে সাপের ২৫টি ডিম পাওয়া যায়।

 

এবিএন/রাজু দে/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ