হাটহাজারীর ত্রিপুরা পল্লীতে অজানা রোগে ৪ শিশুর মৃত্যু

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০১৮, ১৬:১৩

হাটহাজারী (চট্টগ্রাম), ২৬ আগস্ট, এবিনিউজ : হাটহাজারীর ত্রিপুরা পল্লীতে অজানা রোগে আক্রান্ত হয়ে অন্ন বালা ত্রিপুরা(৭)নামের এক শিশু সহ মোট চারজন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। 

আজ রবিবার ২৬ আগষ্ট সকালে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ড¯’ দক্ষিন উদালিয়ার সোনাইরকুল দূর্গম ত্রিপুরাপল্লীতে এ ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে জানা যায়, আজ রবিবার ২৬ আগস্ট সকালে অন্ন বালা ত্রিপুরা(৭), ২৪ আগস্ট শুক্রবার সম রায় ত্রিপুরা(৩) এবং মঙ্গলবার ২১ আগস্ট একই দিনে অন্ন রায় ত্রিপুরা(৫) ও কিশা মনি ত্রিপুরা(৩)নামের দুই শিশু সহ মোট চার শিশুর মৃত্যু হয়। 

এভাবে একের পর এক শিশু মৃত্যু ঘটনায় ত্রিপুরা এলাকার পরিবারগুলোর মধ্যে চরম আতংক দেখা দিয়েছে।

নয়ন বিকাশ ত্রিপুরা, বন কুমার ত্রিপুরা সহ বেশ কয়েকজন ¯’ানীয় লোকজন ক্ষোভের সাথে জানায়, এ দুর্গম পল্লীতে প্রায় ৫৫টি পরিবারের ৪শত লোকের বসবাস হলেও এখানে কোন স্বা¯’্য কর্মী আসে না । অনেক আগে একজন স্বা¯’্য কর্মী এসেছিলেন মাত্র একদিন, তবে আজ পর্যন্ত আর কোনো স্বা¯’্যকর্মী এমনকি ¯’ানীয় ইউপি সদস্যও আমাদের খবর নেয়নি।

তারা জানান, আরো অনেক শিশুই এ অজানা রোগে আক্রান্ত এখন। আক্রান্ত শিশুগুলোর গায়ে প্রথমে বিচি এবং পরে এক প্রকার ঘা এর মতো হয়ে সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে। তারপর আক্রান্ত শিশুটা আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ছে।

সূত্রে জানা গেছে, দুর্গম ত্রিপুরা পল্লী থেকে প্রায় ৪ কিলোমিটার পায়ে হেটে উদালিয়া কমিউনিটি ক্লিনিকে যেতে চাননা বা পারেননা অনেকেই । উপজেলা প্রশাসন এবং ¯’ানীয় প্রশাসন থেকে তেমন কোন সুযোগ সুবিধাও তারা পাননা বলে জানান।

¯’ানীয় সংবাদকর্মী মহিন উদ্দীন, সাজ্জাদসহ অনেকেই বলেন, এ ত্রিপুরা পল্লী দুর্গম এলাকায় হওয়াতে এ পল্লীর জনগন নানা ধরনের সুযোগসুবিধা থেকে বঞ্চিত হ”েছন। তাদের দেখারমত কেউ নেই বললেই চলে। এমন কি ¯’ানীয় ইউপি মেম্বারও নাকি আজ পর্যন্ত তাদের দেখতে আসেননি। তারা এ দুর্গম ত্রিপুরাপল্লীতে প্রয়োজনীয় স্বা¯’্য সেবা সহ সরকারী বিভিন্ন সুযোগ সুবিধার দেয়ার জোর দাবী জানান।

হাটহাজারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইমতিয়াজের ঘটনা¯’ল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, এ ব্যাপারে দ্র“ত প্রয়োজনীয় ব্যব¯’া নেওয়া হবে ।

উপজেলা নির্বাহী অফিসার আক্তার উননেছা শিউলী সাংবাদিকদের জানান, খবরটি পাওয়ার সাথে সাথে তিনি তাৎক্ষনিক এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যব¯’া নেওয়ার জন্য ইউএইচও কে বলেছেন।

¯’ানীয় সংবাদকর্মী মহিন উদ্দীন, সাজ্জাদসহ অনেকেই বলেন, এ ত্রিপুরা পল্লী দুর্গম এলাকায় হওয়াতে এ পল্লীর জনগন নানা ধরনের সুযোগসুবিধা থেকে বঞ্চিত হ”েছন। তাদের দেখারমত কেউ নেই বললেই চলে। এমন কি ¯’ানীয় ইউপি মেম্বারও নাকি আজ পর্যন্ত তাদের দেখতে আসেননি। তারা এ দুর্গম ত্রিপুরাপল্লীতে প্রয়োজনীয় স্বা¯’্য সেবা সহ সরকারী বিভিন্ন সুযোগ সুবিধার দেয়ার জোর দাবী জানান।

হাটহাজারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইমতিয়াজের ঘটনা¯’ল পরিদর্শন করে সাংবাদিকদের জানান,এ ব্যাপারে দ্র“ত প্রয়োজনীয় ব্যব¯’া নেওয়া হবে ।

উপজেলা নির্বাহী অফিসার আক্তার উননেছা শিউলী সাংবাদিকদের জানান, খবরটি পাওয়ার সাথে সাথে তিনি তাৎক্ষনিক এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যব¯’া নেওয়া হবে।

 

এবিএন/আলাউদ্দীন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ