আজকের শিরোনাম :

ডোমারে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২১, ২০:৩০

সারাদেশে একযোগে কোভিড-১৯ এর টিকাদান কার্যক্রম শুরুর প্রথম দিনেই টিকা গ্রহন করেছেন ডোমার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম। ডোমার উপজেলায় প্রথমদিনে ৩০ জনের শরীরে করোনার টিকা পুশ করা হয়েছে। এর মধ্যে প্রথম টিকা গ্রহন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: তানভীর জোহা সেই সাথে টিকা গ্রহন করেছেন ডোমার থানার অফিসার ইনচার্জ(তদন্ত) বিশ্বদেব রায়।

আজ রবিবার (৭ ফ্রেবুয়ারি ) সকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতল ভবনে কোভিড-১৯ ভ্যাকসিন কর্নারে করোনার টিকা প্রদান করা হচ্ছে। সেখানে টিকা গ্রহনকারীদের বিশ্রামেরও ব্যবস্থা করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইব্রাহীম জানান,প্রথম দিনেই তিনিসহ দুইজন ডাক্তার করোনার টিকা গ্রহন করেছেন। মানুষের মধ্যে যাতে ভুল ধারনা না থাকে সেই কারনে প্রথম দিনেই আমি করোনার টিকা গ্রহন করেছি। তিনি করোনার টিকা গ্রহন করার জন্য সকলকে অনলাইনে আবেদন করার আহবান জানান।

এবিএন/মোঃ আব্দুল্লাহ আল মামুন/জসিম/জুয়েল  

এই বিভাগের আরো সংবাদ