সাপাহারে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০১৮, ১৪:০৪

সাপাহার (নওগাঁ), ২৬ আগস্ট, এবিনিউজ : নওগাঁর সাপাহারে শিরন্টি ইউনিয়ন পরিষদ হলরুমে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে ইউরোপীয় ইউনিয়ন এবং ইউএনডিপির আর্থিক ও কারিগরী সহায়তায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের উদ্যোগে আজ ২৬ আগস্ট (রবিবার) দুপুরে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শিরন্টি ইউপি চেয়ারম্যান মাও. আব্দুল বাকী।

এসময় সেখানে উপস্থিত থেকে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে বক্তব্য প্রদান করেন উপজেলা সমন্বয়কারী আলমগীর, শিরন্টি ইউপি গ্রাম আদালতের সহকারী আখতারুল ইসলাম প্রমুখ।

এসময় সেখানে শিরন্টি ইউপি পরিষদের সকল ইউপি সদস্য, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গসহ অনেকেই উপস্থিত ছিলেন। প্রকল্পটির মাঠপর্যায়ে কাজ করছেন ইএসডিও।

এবিএন/নয়ন বাবু/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ