সিরাজগঞ্জে তাড়াশ উপজেলা পরিষদের বাজেট ঘোষনা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০১৮, ১৮:৩০

সিরাজগঞ্জ, ১৫ মে, এবিনিউজ: সিরাজগঞ্জে তাড়াশ উপজেলা পরিষদের ২০১৮-২০১৯ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট আজ মঙ্গলবার ঘোষনা করা হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে সাম্ভব্য ১ কোটি, ৯০লক্ষ, ৫০ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফেরদৌস ইসলাম। বাজেটে সাম্ভব্য ব্যয় ধরা হয়েছে ১ কোটি, ১৯ লক্ষ, ১০হাজার ৮০টাকা।

উদ্বৃত্ত দেখানো হয়েছে ৭ কোটি, ১৩ লক্ষ, ৯ হাজার ৯’শ ২০টাকা। বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা খাতুন মিনি, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা, টিএম আব্দুল্লাহেল বাকী, এম আতিকুল ইসলাম বুলবুল, বাবুল শেখ, মির্জা আবু হাসান, আব্দুল কুদ্দুসসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্রস্তাবিত বাজেটে আপনাদের মতামতের ভিত্তিতে বাজেটে সংযোগ বিয়োগ করা যাবে। বাজেট অধিবেশনে শিক্ষা, কৃষি ও স্বাস্থ্যে খাতে বেশী বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়।   

এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ