আজকের শিরোনাম :

সাভারে ২স্বর্ণের দোকানে গয়না চুরির অভিযোগ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০১৮, ১৬:২৮

সাভার (ঢাকা), ২৪ আগস্ট, এবিনিউজ : সাভারে একটি শপিং মলের ভেতরে অবস্থিত দু’টি স্বর্ণের দোকানে চুরি হয়েছে। এসময় চোর চক্রের সদস্যরা দোকান দু’টি থেকে ২৫০ ভরি স্বর্ণালঙ্কার ও লক্ষাধিক টাকা লুট করে নিয়ে গেছে।

আজ শুক্রবার (২৪ আগস্ট) ভোরে সাভার বাজার বাসস্ট্যান্ডের সিটি সেন্টারের ২য় তলায় অবস্থিত পিংকি জুয়েলার্স ও দি বিসকা জুয়েলার্সে এ চুরি হয়। চুরির খবর পাওয়ার পর মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে আতংক দেখা দিয়েছে।

চুরি হওয়া পিংকি জুয়েলার্সের মালিক কার্তিক চন্দ্র দাস জানায়, পরিকল্পিতভাবে একদল চোর দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় দুই দোকান মিলে প্রায় আড়াইশ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে গেছে। লুণ্ঠিত স্বর্ণের দাম বর্তমান বাজারে প্রায় কোটি টাকার উপরে।

তিনি অভিযোগ করেন, অত্যাধুনিক একটি মার্কেটে পর্যাপ্ত নিরাপত্তা কর্মী, সিসিটিভি ক্যামেরা থাকার পরও কিভাবে এমন ঘটনা ঘটে। 

ঘটনার সঙ্গে মার্কেটের কোনো লোক জড়িত রয়েছে কিনা বিষয়টি ভালো করে খতিয়ে দেখার জন্য তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। 

সাভার সিটি সেন্টারের পরিচালক ওবায়দুর রহমান অভি জানায়, সিসিটিভি ফুটেজ দেখে ধারণা করা হচ্ছে, চোর চক্রের সদস্যরা মার্কেটের নিচতলা দিয়ে ভেতরে প্রবেশ করেছে। তারা সংখ্যায় অনেক এবং হাতে বিভিন্ন ধরনের অস্ত্র এবং মেশিনারিজ নিয়ে এসেছিলো। তাদের মুভমেন্ট দেখে মনে হয়েছে যদি ভেতরে কোনো গার্ড থাকতো তাকেও হয়তো মেরে ফেলতো।

সাভার থানার এসআই আবুল কাসেম জানায়, বৃহস্পতিবার রাতে সাভার বাজার বাসস্ট্যান্ডে সিটি সেন্টারের পিংকি জুয়েলার্স ও দি বিসকা জুয়েলার্সে চুরির খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সিসিটিভি থেকে পাওয়া তথ্য দিয়ে তিনি বলেন, ভবনের দোতালায় টয়লেটের ভেনটিলেটর ভেঙে মুখ ঢাকা চোররা ভেতরে ঢোকে। তারা পাশাপাশি থাকা দুটি সোনার দোকানের কলাপসিবল গেইট ও শাটারের তালা কেটে ফেলে। পরে দোকানের সিসিটিভি ক্যামেরা অন্যদিকে ঘুরিয়ে দেয়।

ওই মার্কেটে চারজন নিরাপত্তাকর্মী ছিলেন জানিয়ে এসআই কাসেম বলেন, তারাও এ চুরির সঙ্গে জড়িত থাকতে পারেন। তদন্ত করে তাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোফাজ্জল হোসেন জানায়, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় প্রতিষ্ঠানের নিজস্ব ক্যামেরা এবং আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে চোর চক্রের সদস্যদের শনাক্ত করা হবে। এছাড়া চুরির ঘটনায় থানায় মামলা হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান পরিচালনা করা হবে।

 

এবিএন/সোহেল রানা খান/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ