আজকের শিরোনাম :

কয়রায় ভ্রাম্যমাণ আদালতে দোকান মালিকদের জরিমানা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২১, ১৭:১১

কয়রা সদরের বিভিন্ন দোকানপাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিএসটির লাইসেন্স না থাকা, সঠিক ওজন পরিমাপে অনিয়ম, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, দ্রব্যমূল্যের তালিকার চার্ট না থাকার অভিযোগে স্বর্ণ ব্যবসায়ি, মিষ্টির দোকান, রড টিনের দোকান, বেকারি ও এ্যালুমিনিয়ামের দোকান মালিকদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।

আজ (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনিমেষ বিশ্বাস ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করেন। এ সময় বিএসটির কর্মকর্তা, নির্বাহী ম্যাজিষ্ট্রেটের পেশকার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট সরকারি নিয়ম নীতি মেনে সঠিক নিয়মে স্বাস্থ্যসেবা মেনে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে দোকান মালিকদের সর্তক করেন।

এবিএন/শাহীন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ