আজকের শিরোনাম :

বন্ধের পর আমদানি-রপ্তানি চালু হল বাংলাবান্ধা স্থলবন্দরে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২১, ১৩:৪০

গত ২৬ জানুয়ারি মঙ্গলবার ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশের একমাত্র চতুদেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি এক দিন বন্ধ থাকার পর পুনরায় কার্যক্রম চালু হয়েছে।

আজ বুধবার (২৭ জানুয়ারি) সকাল থেকে পূর্বের সময় ন্যায় কার্যক্রম চালু হয়।

দুপুরে বিষয়টি নিশ্চিত করেন স্থলবন্দরের ব্যবসায়ি ও আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোজাফ্ফর হোসেন।

জানা যায়, ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মঙ্গলবার (২৬ জানুয়ারি) ভারতের ফুলবাড়ি ও বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সকাল থেকে পাথরসহ সকল পন্য বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার পর বুধবার (২৭ জানুয়ারি) সকাল থেকে পূর্বের সময় অনুযায়ী পুনোরায় আমাদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

এবিএন/ডিজার হোসেন/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ