আজকের শিরোনাম :

শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৩ ডিগ্রি সেলসিয়াস

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২১, ২১:০৭

শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। আজ শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। আজ মঙ্গলবার সকাল ৯টায় শ্রীমঙ্গলে এই তাপমাত্রা রেকর্ড করা হয়।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষন কেন্দ্রের আবহাওয়া সহকারি জাহেদুল ইসলাম মাসুম  এসব তথ্য জানিয়ে বলেন, গত ২০ ও ২৯ ডিসেম্বর শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৭.৩ ডিগ্রি সেলসিয়াস।

দিনের বেলায় সুর্যের উপস্হিতিতে শীত তেমন  অনু্ভুত না হলেও সন্ধ্যা নামার সাথে সাথে অনুভুত হতে থাকে শীত। রাত যত বাড়তে থাকে শীতের তীব্রতাও বাড়তে থাকে। বিশেষ করে উপজেলার চা-বাগানেগুলোতে ও গ্রামাঞ্চলে শীতের তীব্রতা বেশি। এদিকে গত ২/৩ দিন ধরে সমগ্র শ্রীমঙ্গল উপজেলায় রাতে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ছে। 

এবিএন/আতাউর রহমান কাজল/জসিম/জুয়েল

এই বিভাগের আরো সংবাদ