গোবিন্দগঞ্জে ১৭ দফা দাবিতে নাগরিক কমিটির মানববন্ধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২১, ১০:৪৮

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার ৩০ জানুয়ারি নির্বাচনে নাগরিক অধিকার প্রতিষ্ঠায় ১৭ দফার নাগরিক সুবিধায় নির্বাচনী ইস্তেহার ঘোষণাসহ সুষ্ট, অবাধ ও নিরপেক্ষ ভোটের দাবিতে মানববন্ধন করেছেন গোবিন্দগঞ্জ নাগরিক কমিটি।  

গত ২৫ জানুয়ারি সোমবার বেলা সাড়ে ১১টায় গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আয়োজনে স্থানীয় শহীদ মিনার চত্ত্বরে নির্বাচনী ইস্তেহার ঘোষনা উপলক্ষে এক আলোচনা সভা নাগরিক কমিটির আহবায়ক ও উপজেলা ওয়ার্কার্স পাটির সভাপতি এমএ মতিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন আকন্দ এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ ছাদেক, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, উপজেলা জেএসডি’র সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক আলী আজগর, বাসদ উপজেলা শাখার আহবায়ক ও গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের সভাপতি কমরেড রফিকুল ইসলাম রফিক, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আলতাফ হোসেন পাতা, উপজেলা সেচপাম্প মালিক সমিতি’র সভাপতি আবুল কাসেম, কৃষক নেতা মমতাজ আলী প্রধান, শ্রমিক নেতা সাহারুল ইসলাম সরকার, নাগরিক কমিটির নেতা হামিদুর রহমান রানা মোল্লা প্রমূখ।

আলোচনায় বক্তারা নাগরিক কমিটির ১৭ দফা নির্বাচনী ইস্তেহারকে স্বাগত জানিয়ে বলেন, আগামী ৩০ জানুয়ারী গোবিন্দগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলার হিসেবে যারাই নির্বাচিত হউক, তাদের প্রতি নাগরিক কমিটির এই নির্বাচনী ইস্তেহারকে গুরুত্ব সহকারে অনুসরণ করার জন্য আহবান জানান। 

আলোচনা শেষে সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এক মানববন্ধন করেছে নাগরিক কমিটি।

এবিএন/তাজুল ইসলাম/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ