আজকের শিরোনাম :

সিরাজগঞ্জে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল এক স্কুল ছাত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২১, ১৯:৫৭

সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার চালা অফিসাপাড়া মহল্লায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো স্কুল ছাত্রী। এ বাল্যবিয়ে বন্ধ করলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। ভ্রাম্যমান আদালতের পেশকার হাফিজ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার সন্ধার দিকে ওই মহল্লায় কনের বাড়ীতে সংগীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে উপস্থিত হন ভ্রাম্যমাণ আদালত।

তখন ওই মহল্লার ১০ম শ্রেণির ছাত্রীর (১৫) সাথে সিরাজগঞ্জ সদর উপজেলার সরকারপাড়া গ্রামের অনার্সে অধ্যয়নরত ছাত্রের (২২) বিয়ের আয়োজন চলছিল। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে বাল্যবিয়ে বন্ধ করা হয় এবং কনের মায়ের কাছ থেকে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে মুচলেকাও নেয়া হয়। এ সময় আনসার বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এবিএন/ এস,এম তফিজ উদ্দিন/জসিম/জুয়েল

এই বিভাগের আরো সংবাদ