আজকের শিরোনাম :

সিরাজগঞ্জে পুলিশের পোশাক পড়ে গাঁজা কিনতে গিয়ে গ্রেপ্তার ৪

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২১, ১৯:০২

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলে পুলিশের পোশাক পড়ে গাঁজা কিনতে গিয়ে ৪ মাদক সেবনকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে পুলিশের একটি পোশাকসহ তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলো, ওই এলাকার নাটুয়ারপাড়া গ্রামের সাইদুল ইসলাম (৪০), ফুলজোড় গ্রামের আলামিন (১৯), উত্তর তেকানী গ্রামের সজিব রানা (২০) ও খাসসুড়িবের গ্রামের সোহাগ রানা (১৯)। নাটুয়ারপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর গৌতম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই রাত সাড়ে ৯ টার দিকে ৫ জনের একটি গাঁজা সেবনকারীর দল পুলিশের পোশাক পড়ে খাসরাজবাড়ি গ্রামের আলমগীরের বাড়িতে গাঁজা কিনতে যায়। এ সময় তাদের কথাবার্তায় সন্দেহ হলে গ্রামবাসীর সহযোগীতায় ওই ৪ জনকে আটক করলেও ১ জন পালিয়ে যায়। পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেফতার করে এবং পুলিশের একটি পোশাক, ১’শ গ্রাম গাঁজা, প্রায় ৭ হাজার টাকা ও ১টি মোবাইল উদ্ধার করা হয়। চরাঞ্চলে পুলিশের মাদকরোধে তৎপরতা থাকায় তারা এই অভিনব কায়দায় ওই বাড়িতে গাঁজা কিনতে যায়। এ ব্যাপারে এসআই জামিল উদ্দিন বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এবিএন/এস,এম তফিজ উদ্দিন/জসিম/জুয়েল

এই বিভাগের আরো সংবাদ