আজকের শিরোনাম :

পর্যটন কেন্দ্র না থাকায় রৌমারী-মানকাচর সীমান্তই ভরসা ভ্রমণ পিয়াসুদের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০১৮, ১৮:১৫

রৌমারী (কুড়িগ্রাম), ২৩ আগস্ট, এবিনিউজ : বিনোদন বা পর্যটনকেন্দ্র না থাকায় ভ্রমণ পিয়াসুদের জন্য রৌমারী-মানকাচর সীমান্তই এখন ভরসা হয়ে দাঁড়িয়েছে। ঈদের ঘোড়াঘুড়ি করতে পরিবার নিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ছুটছেন সেখানে।

জীবনের ঝুঁকি নিয়ে হলেও নো-ম্যান্স ল্যান্ডের কাঁশবন, পাহাড়ি টিলার মত উঁচু নিচু এলাকা ঘুরে ঘুরে দুধের স্বাদ যেন ঘোলে মেটাচ্ছেন। এরই ফাঁকে দেখা হয়ে যাচ্ছে মানকাচর এলাকায় বসবাসরত আত্মীয়-স্বজনদের।

তারা কাঁটাতারের বেড়ার ওপাশ থেকে একনজর দেখার জন্য শত কি.মি দুর থেকে ছুঁটে এসেছেন এ সীমান্ত এলাকায়। প্রতিবছর এভাবেই কাটে ভারত-বাংলা দু’দেশের সীমান্তবাসীদের ঈদ আনন্দ। 


এবিএন/রফিকুল ইসলাম সাজু/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ