আজকের শিরোনাম :

পোরশায় গৃহহীন ৫৪ পরিবার পেল আশ্রয়ণ প্রকল্পের ঘর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২১, ১২:২৪

মুজিবশতবর্ষ উপলক্ষে নওগাঁর পোরশায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক প্রদানকৃত ৫৪টি গৃহহীন পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে বাড়ির দলিলপত্র।

গতকাল শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্তরে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৫৪জন গৃহহীন পরিবারের হাতে বাড়িগুলোর দলিলপত্র তুলে দেন নওগাঁ-১ আসনের সাংসদ ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।

উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় গৃহহীনদের হাতে জমি ও গৃহসহ দলিলপত্র হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর মোরশেদ চৌধুরী।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল, সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, ছাওড় ইউপি চেয়ারম্যান ফখরুদ্দীন আলী আহম্মদসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ।

এবিএন/ডিএম রাশেদ/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ