আজকের শিরোনাম :

নাসিরনগরে ভূমিহীন ৯১ পরিবার পেল আশ্রয়ণ প্রকল্পের ঘর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২১, ১১:৫২

মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠান ২৩ জানুয়ারি ২০২১ শনিবার সকাল ১১টার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।  

মাননীয় প্রধানমন্ত্রী  জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ সংসদীয় ২৪৩ নাসিরনগর আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব বিএম ফরহাদ হোসেন সংগ্রাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম আরিচুল হক প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার পোদ্দার।

অনুষ্ঠান শেষে মাননীয় সংসদ সদস্য  আলহাজ্ব বিএম ফরহাদ হোসেন সংগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৯১ জন ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে  ঘরের দলিল ও চাবি তুলে দেন।

এ সময় উপজেলা সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ দলীয় নেতাকর্মী, বিভিন্ন  দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এবিএন/ মো. আব্দুল হান্নান/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ