আজকের শিরোনাম :

ভোলায় তীব্র শীত আর ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২১, ১৯:১৫

ভোলায় জেঁকে বসেছে শীত। ভোর থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারপাশ। ঘন কুয়াশার আর হিমেল বাতাস, শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। ফলে বিপাকে পড়েছে সাধারণ মানুষ।

শুক্রবার (২২ জানুয়ারি) সকাল থেকে কুয়াশায় দেখা মিলছেনা সূর্যের। কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করেই কাজে বের হচ্ছে নিম্নআয়ের মানুষ। গরম কাপড়ের অভাবে কষ্ট পাচ্ছে জেলার ছিন্নমূল জনগোষ্ঠী। কেউ কেউ আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা।

এদিকে ঘন কুয়াশার কারণে ভোলা-লক্ষ্মীপুর নৌরুটে দুই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে। রাত ৩টায় লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট ফেরি ঘাট থেকৈ ছেড়ে আসা ফেরি কলমিলতা ঘন কুয়াশার কারণে মাঝ নদীতে আটকা পড়ে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) ভোলার ইলিশা ফেরিঘাটের ব্যবস্থাপক মো: ইমরান খান জানান, কুয়াশার কারণে রাতে মাঝ নদীতে আটকে পড়ে ফেরি কলমিলতা সকাল ৬টার দিকে কুয়াশার তীব্রতা কমলে ভোলার ইলিশা ফেরি ঘাটের উদ্দেশে ছেড়ে আসে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ