আজকের শিরোনাম :

আখাউড়ায় আশ্রয়কেন্দ্রের কাজের পরিদর্শনে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২১, ১৭:৫৭

ব্রাহ্মাণবাড়িয়ার আখাউড়ায় মুজিব শতবর্ষ উপলক্ষে নির্মাণাধীন আশ্রয় কেন্দ্র প্রকল্পে কাজের পরিদর্শন আসেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব কে এম সাখাওয়াত মুন। আজ ২২ জানুয়ারি  সকাল ১০টার সময় উপজেলার মোগড়া ইউপির চরনারায়ণপুর এলাকায় নির্মাণাধীন আশ্রয় কেন্দ্র এইসব প্রকল্প  কাজের পরিদর্শন করেন তিনি।

মজিব শতবর্ষ উপলক্ষে  প্রধানমন্ত্রীর উপহার হিসেবে উপজেলার ৪৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে নির্মানধীন এইসব  ঘর তুলে দেওয়া হবে। আগামীকাল শনিবার সকাল ১০টার সময় গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর প্রদান  কাজের উদ্বোধন করবেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্রাহ্মাণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে আলম, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া, আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসুল আহমেদ নিজামী সহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা গন।

এবিএন/হাসান মাহমুদ পারভেজ/জসিম/জুয়েল

এই বিভাগের আরো সংবাদ