আজকের শিরোনাম :

কাপাসিয়ায় মাথা গোঁজার ঠাই পেল ভূমিহীন ১০০ পরিবার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২১, ০৯:৫৭

আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার, মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার মাথা গোঁজার ঠাই পাচ্ছেন জেলার কাপাসিয়া উপজেলা ১০০টি ভূমিহীন-গৃহহীন  পরিবার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অগ্রাধিকার ভিত্তিতে তৈরি করা হচ্ছে এ সব গৃহহীনদের স্বপ্নের বাড়িঘর। চারদিকে ইটের দেয়াল,মাথার উপর সবুজ রংঙের ঢেউ টিনের ছাউনি।

গত ১৯ ও ২০ জানুয়ারি দুপুরে কাপাসিয়া উপজেলা রায়েদ ইউনিয়নের বেলাসী-কাপাসিয়ার চার বারিয়া গিয়ে দেখা গেছে বাড়িগুলোরতে দুই রুম বিশিষ্ট বাড়িতে রয়েছে রান্নাঘর, টয়লেট ও সুপেয় পানির পাম্প। বাড়ির নির্মাণ কাজের ৯০ ভাগ শেষ হয়েছে।

আগামী ২৩ জানুয়ারি শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার  ভিডিও কনফারেন্স মাধ্যমে একযোগে সারা দেশের সকল বাড়ি-ঘর উদ্বোধন করবেন। এই প্রকল্পের কাজকে সফলভাবে শেষ করতে স্হানীয় প্রশাসন দিনরাত কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও প্রকৌশলী শফিউর রহমান জোয়ার্দার জানান, স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান এড মো আমানত হোসেন খান, ইউএনও মোসা ইসমত আরা, সহকারী কমিশনার ভূমি তানভীর ফরহাদ শামীম মহোদয়ের সহযোগিতায় প্রধানমন্ত্রী কার্যালয়ের ডিজাইন মোতাবেক, জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম স্যারের তদারকি মাধ্যমে  আমরা এ কাজ করেছি।

এবিএন/নুরুল আমিন/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ