আজকের শিরোনাম :

থানচিতে ত্যাগের মহিমায় ঈদুল আজহা পালিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০১৮, ১৩:৪৪ | আপডেট : ২২ আগস্ট ২০১৮, ১৩:৪৭

থানচি (বান্দরবান), ২২ আগস্ট, এবিনিউজ : সারাদেশে মুসুলমানেরা ত্যাগের মহিমায় উজ্জিবিত হয়ে ঈদুল আজহা বা পশু জবাই কোরবান পালন চলছে ঈদুল আযাহা পালনে পিছিয়ে নেই বান্দরবানের সর্বশেষ উপজেলা থানচি ।

শত শত মুসুল্লিদের অংশ গ্রহনে সকাল ৮ টায় থানচি কেন্দ্রীয় জামে মসজিদে ও বলিবাজার জামে মসজিদে ঈদ জামাত অনুষ্টিত হওয়ার পর শুরু হয় পশু জবাই কোরবানী কার্যক্রম । এতে থানচি জামে মসজিদে ঈদ জামাতে ইমামতি করেন খতিব ও ইমাম কারী আনিচউল্লাহ মোবরক।

বলিবাজার জামে মসজিদে ঈদ জামাতে ইমামতি করেন খতিব ও ইমাম মাওলানা জাহাঙ্গীর । এতে থানচি থানার এস আই অনুপ কুমার দে এর নেতৃত্বে আইনশৃংখলা বাহিনী নিরাপত্তায় নিয়োজিত ছিলেন ।

থানচি একমাত্র উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের গেইট এর দুই পাশের সড়কে রাস্তা ভেঙে গর্ত সৃষ্টি হওয়ার কারণে নামাজ আদায় করতে আসা মুসুল্লিদের চলা চলে পড়তে হয় বিপাকে।

এবিএন/শহিদুল ইসলাম শহিদ/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ