আজকের শিরোনাম :

শরণখোলায় ইয়াবাসহ ভুয়া সাংবাদিক আটক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২১, ১২:৩০

বাগেরহাটের শরণখোলা উপজেলায় সাখাওয়াত হোসেন (৩৫) নামে এক ভুয়া সাংবাদিক ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছে।

উপজেলা সদরের পাঁচরাস্তা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তল্লাশি করে তার মোটরসাইকেলের ইন্ডিকেটর লাইটের মধ্যে থেকে সাত পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার সাখাওয়াত শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের মালিয়া রাজাপুর গ্রামের আক্কেল আলী হাওলাদারের ছেলে।

তিনি ‘প্রতিদিন খবর টোয়েন্টিফোর’ নামে একটি অনলাইন পোর্টালের শরণখোলা প্রতিনিধি বলে পরিচয় দেন। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

মালিয়া রাজাপুর গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম খোকন, হালিম হাওলাদার, সবুর হাওলাদার জানান, সাখওয়াত তাদের প্রত্যেকের বাড়িতে চুরি করেছে।

তিনি এলাকায় ছিচকে চোর হিসেবে পরিচিত। একসময় তিনি মানুষের বাড়ি-ঘরে হানা দিয়ে হাড়িপাতিলসহ বিভিন্ন মালামাল চুরি করে বিক্রি করতো। চুরি করতে গিয়ে বহুবার ধরা পড়ে জনগণের হাতে মারও খেয়েছে। এখন সে সাংবাদিক পরিচয় দিয়ে মাদকের কারবার করছে। সাংবাদিক লেখা স্টিকার লাগানো মোটরসাইকেলে করে চাহিদা অনুযায়ী গ্রাহকের কাছে ইয়াবা পৌঁছে দেওয়াই তার মূল পেশা বলে জানান তারা।

শরণখোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক শেখ মোহাম্মদ আলী বলেন, বর্তমানে ব্যাঙের ছাতার মতো ভুয়া অনলাইন পোর্টাল, ইউটিউব ও ফেসবুক সাংবাদিক গজিয়ে উঠেছে।

এবিএন/গালিব/জসিম

এই বিভাগের আরো সংবাদ