আজকের শিরোনাম :

কাপাসিয়ায় ২১ আগস্ট উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০১৮, ১৭:৫৬

কাপাসিয়া (গাজীপুর), ২১ আগস্ট, এবিনিউজ : বাংলাদেশ আওয়ামী লীগ কাপাসিয়া উপজেলা শাখা ও সহযোগী সংগঠনের আয়োজনে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আ.লীগ দলীয় কার্যালয়ে আজ দুপুরে আলোচনা সভা ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়।
এ সভায় আ.লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ, মহিলা আ.লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ যোগদান করেন।

উপজেলা আ.লীগ সভাপতি ও সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম খোকন, আব্দুল কাদির ফকির, রওশন আরা সরকার, যুবলীগ নেতা মাহবুব উদ্দিন সেলিম, সাখাওয়াত হোসেন প্রধান, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল কাইয়ুম ভূঁইয়া, কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান মামুন বক্তব্য রাখেন।

সাবেক এমপি শহীদুল্লাহ বলেন, বিএনপি, জামাত রক্তের হেলি খেলা দেখতে ভালোবাসে তাই ২১ আগস্টে পরিকল্পিত ভাবে এ হামলা চালায়। এ হামলা খালেদা ও তারেক জিয়ার নির্দেশে হয়েছে। আমরা ২১ আগস্টের ঘটনার সাথে জড়িত সকল অপরাধির দ্রুত বিচার দাবি করছি।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জালাল উদ্দিন, মুস্তফা কামাল, মনির হোসেন মানিক, রাজিব ঘোষ, মজিবুর রহমান, আলাউদ্দিন শেখ, ফারুক হোসেন, আবদুস সামাদ প্রমুখ।

আলোচলা শেষে মিলাদ মাহ্ফিল পরিচালনা ও দোয়া করেন উপজেলা আ’লীগের  সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

অপর দিকে, বাংলাদেশ কৃষক লীগ সনমানিয়া ইউনিয়ন শাখার উদ্যেগে আড়ালের দক্ষিন গাঁও মরিয়ম ভিলেজে গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

দৌলত মীর কাশেমের সভাপতিত্বে শফিকুল মেম্বারের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগ উপদেষ্ঠা ও মরিয়ম ফাউন্ডেশান চেয়ারম্যান আলম আহমদ, মাহবুবুল করিম বাচ্চু, হাফিজুল হক চৌধুরি আইয়ুব, সুনিল মাষ্টার, হরিদাস বর্মণ, আজম সরকার প্রমুখ।

আলম আহমদ বলেন, গ্রেনেড হামলা কারীরা দেশ ও জাতির শত্রু। ১৪ বছর আগে বঙ্গবন্ধু এভিনিউতে ন্যাক্কার জনক এ হামলায় ২৪ জন নেতাকর্মী নিহত হয়েছে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা ও মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করি।


এবিএন/নুরুল আমীন সিকদার/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ