আজকের শিরোনাম :

বোচাগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ভর্তির লটারী অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২১, ২১:০৪

দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলায় সদ্য প্রতিষ্ঠিত বোচাগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ২০২১ শিক্ষা বর্ষে ৬ষ্ঠ শ্রেণীতে ছাত্র-ছাত্রী ভর্তি কার্যক্রম লটারীর মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে শুরু করা হয়েছে।

আজ (১৭ জানুয়ারী) রবিবার বেলা ১১টায়  উক্ত সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ২০২১ শিক্ষা বর্ষে ছাত্র-ছাত্রী ভর্তির লটারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আহসান হাবিব, সেতাবগঞ্জ সরকরি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ^নাথ রায়, বোচাগঞ্জ টিএসসির অধ্যক্ষ সাদেকুল ইসলাম, এম আই কোর্পোরেশনে চেয়ারম্যান বিশিষ্ট ঠিকাদার মোঃ মাহবুবুর রহমান খান, এম আই কোর্পোরেশনে পরিচালক মোঃ ইসাহাক আলী, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন প্রমুখ।

বোচাগঞ্জ সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ২০২১ শিক্ষা বর্ষে ৬ষ্ঠ শ্রেণীতে ছাত্র-ছাত্রী ভর্তির জন্য ১ শত ২০ জনের বিপরিতে ২শত ৩৮ টি বৈধ ভর্তির আবেদনপত্রের  মধ্যে থেকে উপস্থিত অভিভাবক, ছাত্র-ছাত্রী ও সুধীজনদের সামনে লটারীর মাধ্যমে ভর্তির সুযোগ পাওয়া ১ শত ২০ জন  ছাত্র/ছাত্রী আগামী ১৮ জানুয়ারী  হতে ২০ জানুয়ারীর মধ্যে ভর্তি হতে হবে বলে জানান বোচাগঞ্জ টিএসসির অধ্যক্ষ সাদেকুল ইসলাম।
 

এবিএন/সাজ্জাদুল আযম সাজ্জাদ/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ