আজকের শিরোনাম :

ফরিদপুরে এক ব্যাক্তির ভাসমান লাশ উদ্ধার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২১, ১৮:০৪

ফরিদপুরে নিখোঁজের ২০ ঘন্টা পর এক ব্যাক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ফরিদপুর সদরের চর মাধবদিয়া ইউনিয়নের জমাদ্দার বাড়ি তালতলা এলাকার একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত ওই ব্যাক্তির নাম মানা মন্ডল (৫৪)। তিনি চর মাধবদিয়া ইউনিয়নের জমাদ্দার বাড়ি গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেন মন্ডলের ছেলে।

এলাকাবাসী সুত্রে জানা গেছে গতকাল শনিবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন মনো মন্ডল। এরপর থেকে সারারাত তিনি বাড়িতে ফিরে আসেননি।  রবিবার সকাল ১০টার দিকে ওই ব্যাক্তির বাড়ি থেকে আনুমানিক ২৫০ গজ দূরে তালতলা এলাকার পানি উন্নয়ন বোর্ডের একটি খালে ওই ব্যাক্তিকে ভাসমান অবস্থায় দেখতে পান এলাকাবাসী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চর মাধবদিয়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মির্জা সাইফুল ইসলাম আজম বলেন, পরে বিষয়টি ফরিদপুর কোতয়ালী থানায় জানালে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। তিনি বলেন, মৃত ওই ব্যাক্তি মানসিক ভাবসাম্যহীন ছিলেন। এছাড়া তিনি চোখেও কম দেখতেন।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মোরশেদ আলম বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এবিএন/কে এম রুবেল/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ