আজকের শিরোনাম :

পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২১, ১৯:৩২

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর ছোঁড়া ‘রাবার বুলেটের’ আঘাতে আবুল কালাম আজাদ (৩২) নামে  এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার ভোরে শ্রীরামপুর ইউনিয়নের ঝালংগি সীমান্তের ৮৪৮নং মেইন পিলার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আবুল কালাম আজাদ পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালংগি গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার ভোরের দিকে সাত থেকে আট জনের বাংলাদেশি গরু পারাপারকারী একটি দল গরু আনতে ভারতে অবৈধভাবে প্রবেশ করে। এ সময় ভারতের ১৪০ বিএসএফ ব্যাটালিয়নের দোরাডাবরি ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে রাবার বুলেট চালায়। এতে আবুল কালাম আজাদ গুরুতর আহত হলে তার সঙ্গীরা তাকে উদ্ধার করে বাংলাদেশ সীমান্তে নিয়ে আসে। পরে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মহিপুর সেতু এলাকায় আবুল কালামের মৃত্যু হয়। পরে পাটগ্রাম থানা পুলিশ খবর পেয়ে তার লাশ থানায় নিয়ে আসে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হবে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ