আজকের শিরোনাম :

ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০১৮, ১৯:৫০ | আপডেট : ২০ আগস্ট ২০১৮, ১৯:৫৫

নীলফামারী, ২০ আগস্ট, এবিনিউজ : নীলফামারীর ডোমার উপজেলার জামিয়া ইসলামীয়া মাদ্রাসার আট বছরের এক ছাত্রকে বলৎকার করার অভিযোগে ওই মাদ্র্যাসার নুরানী শিক্ষক আব্দুস সবুরকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

আজ ২০ আগস্ট (সোমবার) দুপুরে উপজেলার সোনারায় এলাকার ওই মাদ্রাসা হতে তাকে গ্রেফতার করা হয়।

ছাত্রটির মা মনছুরা বেগম অভিযোগ করে বলেন, স্থানীয় প্রভাবশালী আবু মাওলানার মালিকানাধীন ওই মাদ্রাসায় ছাত্রদের গত ১০/১২ দিন আগে ঘুমানোর আগে লেবুর সরবতের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানো হয়। সবাই ঘুমিয়ে পড়লে গভীর রাতে মাদ্রাসার কক্ষের ভিতর আমার ছেলেকে জোরপূর্বক বলৎকার করে নুরানী শিক্ষক আব্দুস সবুর।

এসময় আমার ছেলের সহপাঠি তারেক ও মাসুম বিষয়টি বুঝতে পেরে মাদ্রাসার পরিচালক আবু মাওলানাকে বিষয়টি অবহিত করে। তিনি বিষয়টি ধামাচাপা দিয়ে মিমাংসার চেষ্টা করে কয়েক দিন পার করে। আমার ছেলের সাথে এর আগেও এ রকম খারাপ কাজ করেছে ওই শিক্ষক। আমি এ জঘন্য ঘটনার বিচার চাই।

মাদ্রাসার পরিচালক আবু মাওলানার সাথে মুঠোফোনে (০১৭১২৩০৭৯৫৩) যোগাযোগ করা হলে তিনি বাহিরে আছি বলে ফোন কেটে দেন।

ডোমার থানার এস.আই মো. মোস্তফা বলৎকারকারী মাদ্রাসা শিক্ষককে গ্রেফতারের বিষয়টি নিশ্চত করেছেন।

এবিএন/আব্দুল্লাহ আল মামুন/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ