আজকের শিরোনাম :

চট্টগ্রামের প্রধান ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শনে চসিক ভারপ্রাপ্ত মেয়র

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০১৮, ১৯:১১

চট্টগ্রাম, ২০ আগস্ট, এবিনিউজ : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় পবিত্র ঈদ উল আযহার প্রথম ও প্রধান জামাত সকাল  ৭:৪৫ ঘটিকায়  জাতীয়  মসজিদ  জমিয়তুল ফালাহ ময়দানে অনুষ্ঠিত হবে। একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮:৪৫ ঘটিকায়।

এ ছাড়াও সিটি কর্পোরেশন পরিচালিত মসজিদ, বাকলিয়া সিটি কর্পোরেশন স্টেডিয়াম, লালদিঘি সিটি কর্পোরেশন জামে মসজিদসহ ৪১টি ওয়ার্ডে ১৬৫টি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। 

এ দিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী আজ (২০ আগস্ট) সোমবার দুপুর ১২ টায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানের প্রধান ঈদ জামাতের সর্বশেষ প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেন। তিনি বিশাল প্যান্ডেলের ফ্যান, আলো-বাতি, নামায আদায়ের ব্যবস্থা, প্রবেশ ও বাহির হওয়ার পথ, নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক বিষয়গুলো খতিয়ে দেখেন এবং নির্বিঘেœ ঈদ জামাত আয়োজনে যাবতীয় ব্যবস্থা নিখুতভাবে সম্পাদনে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

এই সময় উপস্থিত ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে আলাপকালে ভারপ্রাপ্ত মেয়র বলেন আবহাওয়া অনুকূল থাকলে প্রথম জামাতে প্রায় অর্ধ লক্ষের বেশী মুসল্লি ঈদের নামায আদায় করতে সক্ষম হবে। 

ভারপ্রাপ্ত মেয়র নগরবাসীকে ত্যাগের মহিমায় উজ্জ্বল পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান। পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে কাউন্সিলর শৈবাল দাশ সুমন, প্রধান প্রকৌশলী লে. কর্ণেল মহিউদ্দিন আহমেদ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মো. শফিকুল মান্নান সিদ্দিকী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহফুজুর রহমান, কামরুল ইসলাম,

উপ সচিব আশেক রসুল চৌধুরী টিপু, নির্বাহী প্রকৌশলী শামসুল হুদা সিদ্দিকী, সুদীপ বসাকসহ চসিকের বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা এবং বিশিষ্ট সমাজসেবক মো. সাহাবুদ্দিন উপস্থিত ছিলেন।

 

এবিএন/রাজীব সেন প্রিন্স/জসিম/তোহা 

এই বিভাগের আরো সংবাদ