আজকের শিরোনাম :

ফুলবাড়ীতে সংঘর্ষে আহত নারীর মৃত্যু: থানায় মামলা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০১৮, ১৮:০৭

ফুলবাড়ী (কুড়িগ্রাম), ২০ আগস্ট, এবিনিউজ : কুড়িগ্রামের ফুলবাড়ীতে জমির মালিকানাকে কেন্দ্র করে সংঘর্ষের ৭ দিন পর আহত এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত (১৯ আগস্ট) রবিবার বিকালে উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়লই গ্রামে। নিহত নারীর নাম রোসনা বেগম (৫০)। ওই এলাকার মকবুল হোসেনের স্ত্রী। 

মামলা সূত্রে জানা গেছে, ৩৭ শতক জমির মালিকানা নিয়ে ওই এলাকার মৃত ওসমান গনির ছেলে ওবাইদুল হক বাদল গ্রুপের সাথে একই এলাকার মৃত আহাম্মদ আলীর ছেলে মকবুল হোসেন গ্রুপের দীর্ঘদিন থেকে বিরোধ চলছে। গত ১৩ আগস্ট মকবুল হোসেনের লোকজন ওই জমিতে জোরপূর্বক আমন ধানের চারা রোপন করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

এ সংঘর্ষে মকবুলের স্ত্রী রোসনা বেগম সহ গোলাপী (৫৩), রতœা (৪১) ও সামছুন্নাহার (৩৬) নামের ৪ নারী গুরুত্বর আহত হয়। পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে ফুলবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতোলে ৭ দিন চিকিৎসাধীন থাকার পর হাসপাতাল কর্তৃপক্ষ গতকাল রোববার সকালে আহতদেরকে ছাড়পত্র প্রদান করেন।

চিকিৎসা শেষে বাড়ীতে ফিরে যাওয়ার দুই ঘন্টার রোসনা বেগম আবারো অসুস্থ হয়ে পড়েন। পরে রোববার (১৯ আগষ্ট) বিকাল সাড়ে ৫ টার দিকে রোসনার স্বজনরা তাকে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক রোসনাকে মৃত ঘোষনা করেন। 

এ ঘটনায় রোসনা বেগমের স্বামী মকবুল হোসেন বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। মামলার আসামীরা হলেন, উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়লই গ্রামের মৃত ওসমান গনির ছেলে ওবাইদুল হক বাদল (৪৫) এমদাদুল হক (৪২) সিরাজুল ইসলাম (৫৮) একরামুল হক (৫৫) একই গ্রামের সোহরাব আলীর ছেলে নুর ইসলাম (৫২) আলম মিয়া (৫০)  আফজাল হোসেনের ছেলে আশরাফুল হক (৫৭) ও স্বভাব আলীর ছেলে পলাশ মিয়া (৩৫)।

ফুলবাড়ী থানার অফিসার ইন্চার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এবিএন/বিশ্বনাথ রায়/জসিম/তোহা 

এই বিভাগের আরো সংবাদ