আজকের শিরোনাম :

মেলান্দহে ভিজিএফ’র চাল জব্দ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০১৮, ২১:১৪

জামালপুর, ১৯ আগস্ট, এবিনিউজ : জামালপুরের মেলান্দহের চরবানিপাকুরিয়া ইউনিয়ন পরিষদের ভিজিএফ’র ১০০ বস্তা (প্রতিবস্তা ৫০ কেজি হিসেবে ১ মে:টন) চাল জব্দ  করা হয়। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ’র চাল কালোবাজারে পাচার হচ্ছে।

এমন খবরে গোপন সংবাদের ভিত্তিতে আজ রবিবার (১৯ আগস্ট) বিকেল  ৪টার দিকে ইউএনও তামিম আল ইয়ামীন অভিযান চালিয়ে ৫০ কেজির ১০০ বস্তা চাল জব্দ করেন। চরবানিপাকুরিয়া ইউনিয়ন বিএনপি’র অফিস থেকে এ চাল জব্দ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন-চেয়ারম্যান-মেম্বারদের কারসাজিতে হতদরিদ্রদের ভিজিএফ’র চাল কালোবাজারে বিক্রি করে দেয়। বিক্রিত  চাউলগুলো বিএনপি’র  অফিসে নিয়ে বস্তা বদল কালে হাতেনাতে ধরাপড়ে। ইউএনও তামিম আল ইয়ামীন জানান-তদন্তের পর জানাযাবে চাউলগুলো কিভাবে এখানে আসল?#

এবিএন/মো: শাহ্ জামাল/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ