আজকের শিরোনাম :

ছাত্রলীগের ইতিহাস গৌরব, সংগ্রাম ও বিজয়ের ইতিহাস: প্রতিমন্ত্রী পলক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০১৮, ১৯:১১

সিংড়া ( নাটোর), ১৯ আগস্ট, এবিনিউজ : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ছাত্রলীগ, বঙ্গবন্ধুর উপাধি ছাত্রলীগের সৃষ্টি।  বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস গৌরব, সংগ্রাম ও বিজয়ের ইতিহাস।

বঙ্গবন্ধু তিলে তিলে এ সংগঠন গড়ে তুলেছেন।  আগামী দিনে দেশ গঠনে তাদের ভূমিকা রাখতে হবে। আগে ভালো ছাত্র হতে হবে, তারপর ছাত্রলীগে নেতৃত্ব দিতে হবে। কারন গৌরবান্বিত সংগঠনের দিকে দৃষ্টি রয়েছে ছাত্র সমাজের। তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ সম্পর্কে জানতে হবে, বেশি বেশি বই পড়তে হবে, মাদক, সন্ত্রাস থেকে দুরে থাকতে হবে, প্রযুক্তিতে এগিয়ে যেতে হবে।

প্রতিমন্ত্রী শনিবার সন্ধ্যায় উপজেলা হলরুমে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর শাহাদৎ বার্ষিকী ১৫ই আগস্ট ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সিংড়া উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ছাত্রলীগকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। কারন ছাত্রলীগ পারে এ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে। তিনি মানুষের কাছে শেখ হাসিনার সরকারের উন্নয়নের প্রচার তুলে ধরতে ছাত্রলীগ নেতাকর্মীর প্রতি আহবান জানান।

সিংড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ হাসান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নাজমুল হক বকুল এর পরিচালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ,

গোল ই আফরোজ সিংড়া সরকারী কলেজের ভিপি সজিব ইসলাম জুয়েল, জিএস বেলায়েত হোসেন, কলেজ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সাব্বির, সাধারন সম্পাদক মুনির হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম বাপ্পী, সাধারন সম্পাদক জুনায়েদ হাসান জয় প্রমূখ।

এ সময় উপজেলা, পৌর, গোল ই আফরোজ সরকারি কলেজ ও ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এবিএন/রাকিবুল ইসলাম/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ