আজকের শিরোনাম :

দৌলতদিয়া ঘাটে পারের অপেক্ষায় সহস্রাধিক গরুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০১৮, ১৯:০৬

রাজবাড়ী, ১৯ আগস্ট, এবিনিউজ : দৌলতদিয়া ঘাটে নদী পার হওয়ার অপেক্ষায় প্রায় সহস্রাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় রয়েছে। এতে দৌলতদিয়া ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের প্রায় ৭কিঃমিঃ যানবাহনের লম্বা সারি হয়েছে।

ঈদ উপলক্ষে অতিরিক্ত গরুবাহী ট্রাক ও শিমুলিয়া-কাঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ এবং দৌলতদিয়া-পাটুরিয়া রুটে তীব্র স্রোত থাকার কারণে ফেরি চলাচলে অতিরিক্ত সময় ব্যয় হচ্ছে। এতে দৌলতদিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি হয়েছে। যে কারণে ফেরি পারাপার হওয়ার জন্য দৌলতদিয়া ঘাটে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় করতে হচ্ছে। এতে যাত্রী ও চালকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম জানান, শিমুলিয়া-কাঠালবাড়ী নৌরুটে রোরো ফেরি চলাচল বন্ধ রয়েছে। এদিকে ঈদের বাড়তি চাপ ও নদীতে প্রচন্ড স্রোত থাকার কারণে দৌলতদিয়া ঘাটে অতিরিক্ত গাড়ী রয়েছে।  এই নৌরুটে বর্তমান ৯টি রোরো, ৩টি কে-টাইপ ও ৮টি ইউটিলিটি ফেরি সহ ২০টি ফেরি চলাচল করছে।

এবিএন/খন্দকার রবিউল ইসলাম/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ