আজকের শিরোনাম :

কয়রায় নবযাত্রা প্রকল্পের টাকা হ্যাকিং করে হাতিয়ে নেওয়ার অভিযোগ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০১৮, ১৫:৫৮

কয়রা (খুলনা), ১৯ আগস্ট, এবিনিউজ : কয়রায় নবযাত্রা প্রকল্পের অধীন চলমান দুস্থ গর্ভবতী মায়েদের সহায়তার টাকা সিম হ্যাকিংয়ের মাধ্যমে বিকাশ পাসওয়ার্ড জালিয়াতি করে একটি চক্র বিকাশ একাউন্ট থেকে টাকা উত্তোলন করে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 প্রকল্পের উপজেলা ফিল্ড অফিস কো-অর্ডিনেটর আলবার্ট প্রসাদ বসু জানান, বিকাশ হ্যাকিংয়ে এ পর্যন্ত ১০ জন প্রতারিত হওয়ার খবর জানা গেছে।

 এ ব্যাপারে কয়রা থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে। এ ধরনের প্রতারণা রোধে প্রকল্পের উপজেলা ফিল্ড অফিসে জরুরী ভিত্তিতে সভা করা হয়েছে। সভার সিদ্ধান্ত মোতাবেক সকল স্তরের কর্মীদের (মাঠ কর্মী সহ) আলোচনা করে প্রতারণা রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহন, প্রকল্প এলাকায় সচেতনতার জন্য মাইকিং করে প্রচারনা চালানো,

 উপজেলা প্রশাসনে বিষয়টি অবহিত করা, ৭টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, মেম্বরদের ম্যাসেজ সহ অবগত করা এবং বিকাশ এজেন্টদের হ্যাকিংয়ের বিষয়টি অবহিত করে হ্যাকারদের ধরিয়ে দিতে পরামর্শ দেওয়া হয়েছে।  

 

এবিএন/শহিদুল্লাহ শাহিন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ