আজকের শিরোনাম :

কাশিয়ানীতে চার ডাকাত সদস্য গ্রেফতার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০১৮, ২১:১০ | আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ২১:২০

গোপালগঞ্জ, ১৮ আগস্ট, এবিনিউজ : গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাকাতি করে পালানোর সময় চার ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার আড়পাড়া ব্রিজ সংলগ্ন সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সমসপুর গ্রামের আব্দুর রহমান খার ছেলে হানিফ ওরফে ফরিদ খাঁ (৪৫), আড়পাড়া গ্রামের ইয়ার আলী শেখের ছেলে দাউদ শেখ ওরফে আল মামুন (৪০), একই গ্রামের পিয়ার আলী শেখের ছেলে ইমরান শেখ (৩৫) ও বলুগ্রামের রোকন তালুকদারের ছেলে সজল তালুকদার (২৫)।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, ‘শনিবার রাতে মুকসুদপুর উপজেলার গেড়াখোলা গ্রামের কুদ্দুস ব্যাপারীর বাড়িতে ডাকাতি করে পালানোর সময় কাশিয়ানী উপজেলার আড়পাড়া এলাকায় কাশিয়ানী থানার টহলরত পুলিশের ডাকাত সদস্যদের গতিবিধি দেখে সন্দেহ হয়। পরে পুলিশ তাদেরকে তল্লাশী করলে তাদের কাছে থাকা ডাকাতি করা বিভিন্ন মালামাল পাওয়া যায়। পরে তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ।’

পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, ‘গ্রেফতারকৃত ডাকাত সদস্যদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।  রোববার আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হবে।’

তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।

এবিএন/লিয়াকত হোসেন (লিংকন)/জসিম/রাজ্জাক

এই বিভাগের আরো সংবাদ