আজকের শিরোনাম :

জলঢাকায় বই বিতরণ উৎসব উদ্বোধন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২১, ১৫:৩৫

"শিক্ষা নিয়ে গড়ব দেশ-শেখ হাসিনার বাংলাদেশ" এই শ্লোগান  কে সামনে রেখে সারাদেশের ন্যায়  নীলফামারীর জলঢাকা উপজেলায় বই বিতরণ উৎসব উদ্বোধন করা হয়। শুক্রবার সকালে পৌর এলাকার আলহাজ্ব মোবারক হোসেন অনির্বান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর প্রতিবন্ধী এক শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন, শিক্ষক মর্তুজা  ইসলাম  প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক ওবায়দুল্লাহ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক জানান, করোনা ভাইরাস সংক্রমণের কারনে ২০২১ শিক্ষাবর্ষে উপজেলার ৫২টি স্কুল ও ২৯ টি মাদরাসায় ৪০ হাজার শিক্ষার্থীর মাঝে ১২ দিনের মধ্য পর্যায়ক্রমে ৮ লাখ বই বিতরন করা হবে।

 এদিকে উপজেলায় প্রাথমিক পর্যায়ে ৭৯ হাজার ৫ শত শিক্ষার্থীর মাঝে ৩ লাখ ৪২ হাজার বই বিতরণ করা হবে বলে জানান উপজেলা শিক্ষা অফিসার নুর মোহাম্মদ।

অপরদিকে জলঢাকা মডেল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বই বিতরন উৎসবের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। এসময় উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান ও উপজেলা মাধ্যমিক  শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক উপস্থিত ছিলেন।
 

এবিএন/হাসানুজ্জামান সিদ্দিকী হাসান/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ