আজকের শিরোনাম :

হুইল চেয়ারের আকুতি হোসেনপুরের প্রতিবন্ধী রুজিনার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০১৮, ১৫:২০

হোসেনপুর (কিশোরগঞ্জ), ১৮ আগস্ট, এবিনিউজ : চোখ, নাক, কান, গলা সবকিছুই ঠিক আছে। নেই তার চলার শক্তি। ছোট বেলা থেকেই রুজিনা আক্তার শারীরিক প্রতিবন্ধী। মনের বহু ইচ্ছা ছিল খেলার সাথীদের সাথে একটু ঘুরতে এবং স্কুলে যেতে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। শিশু থেকে যৌবনে পদার্পন করেছে রুজিনা, কিন্তু হাটার সামর্থ্য নেই তার।

কিশোরগঞ্জ জেলাধীন হোসেনপুর পৌর এলাকার পূর্ব ধুলজুরী গ্রামের ভাঙ্গারী ফেরিওয়ালা খোকন মিয়ার কন্যা শারীরিক প্রতিবন্ধী রুজিনা আক্তার (১৮) । দরিদ্র সংসারে জন্ম নেয়া এই শারীরিক প্রতিবন্ধী মেয়েকে নিয়ে পিতামাতা সব সময় দুশ্চিন্তা গ্রস্থ।

প্রতিবন্ধী ভাতা পেলেও একটি হুইল চেয়ারের অপেক্ষায় দীর্ঘ ১০ বছর। কোনো হৃদয়বান ব্যক্তি একটি হুইল চেয়ারের ব্যবস্থা করলে আল্লাহর সৃষ্টি জগতকে একটু দেখার সুযোগ পাবে অসহায় রুজিনা আক্তার। 

এবিএন/খায়রুল ইসলাম/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ